ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

নোয়াখালী পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত সোহেল মেয়র নির্বাচিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, মে ২৫, ২০১৬
নোয়াখালী পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত সোহেল মেয়র নির্বাচিত

নোয়াখালী: নোয়াখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহিদ উল্যাহ খান সোহেল নৌকা প্রতীক নিয়ে ২৫ কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে ২৮ হাজার ৪৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশিদ আজাদ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৯৯৮ ভোট।

বুধবার (২৫ মে) রাত ৮টায় রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার দে ফলাফলের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

নোয়াখালী পৌরসভায় মেয়র পদে ৪জন, কাউন্সিলর পদে ৪০ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

**রামগড় পৌরসভার মেয়র শাহজাহান কাজী রিপন
** লক্ষ্মীপুর পৌরসভায় আ’লীগের আবু তাহের নির্বাচিত
**সেনবাগ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত টিপু মেয়র নির্বাচিত
** ছাগলনাইয়ায় আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, মে ২৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।