ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান ইউসুফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, মে ২৬, ২০১৬
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান ইউসুফ

ঢাকা: মামা আব্দুস সালাম ছিলেন কেরাণীগঞ্জ শাক্তা ইউনিয়নের চেয়ারম্যান। এ পদে ২৭ বছর দায়িত্ব পালন করেছেন তিনি।

আওয়ামী পরিবারের সন্তান ও প্রয়াত চেয়ারম্যান আব্দুস সালামের উত্তরসূরি হিসেবে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে লায়ন মো. ইউসুফ’র-ই নৌকা প্রতীক পাওয়ার কথা ছিল।
 
কিন্তু কোনো এক অজানা কারণে বহুল কাঙ্ক্ষিত নৌকা প্রতীক পাননি তরুণ ব্যবসায়ী, সমাজকর্মী, সাবেক ছাত্রলীগ নেতা লায়ন মো. ইউসুফ। নৌকা প্রতীক চলে গেছে কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সালাহউদ্দিন লিটনের হাতে।

তাতে থেমে যাননি ইউসুফ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন তিনি।
 
বৃহস্পতিবার ( ২৬ মে) বাংলানিউজের কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে নিজের কিছু চাওয়া-পাওয়ার কথা তুলে ধরেন ইউসুফ।
 
তিনি এ প্রতিবেদককে বলেন, আমি আওয়ামী লীগ পরিবারের সদস্য। ছাত্র লীগের রাজনীতি করে বড় হয়েছি। প্রয়াত চেয়ারম্যান আব্দুস সালামের ভাগ্নে হিসেবে এলাকায় আমার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা তুঙ্গে। আশা করেছিলাম নৌকা প্রতীক আমিই পাবো। কিন্তু পাইনি।
 
দল থেকে নৌকা প্রতীক না পেলেও খেদ নেই ইউসুফের। তার এখন একটাই চাও‍য়া অবাদ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। সেটি হলেই অনায়াসে জয়ী হতে পারবেন তিনি।
 
বাংলানিউজকে ইউসুফ বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালাউদ্দিন লিটন ও বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিলে যে ভোট পাবেন আমি একাই তা পাবো।  
 
নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ইউসুফের অভিযোগ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর লোকজন আনারস প্রতীক ছিড়ে ফেলছেন, আনারস প্রতীকে প্রচার প্রচারণায় বাধা দিচ্ছেন, এটি অব্যাহত থাকলে ভোটারদের মধ্যে বিরূপ প্রভাব পড়বে। তারা ভোট কেন্দ্রে যেতে ভয় পাবে।
 
আগামী ৪ জুন অনুষ্ঠিত হবে কেরাণীগঞ্জ শাক্তা ইউনিয়ন পরিষদ নির্বাচন। এবারই প্রথম দলীয় প্রতীক ও মনোনয়নের ভিত্তিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

‍বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মে ২৬, ২০১৬
এজেড/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।