ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জের ২ ইউপির নির্বাচন স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, মে ২৬, ২০১৬
সিরাজগঞ্জের ২ ইউপির নির্বাচন স্থগিত

সিরাজগঞ্জ: নদী ভাঙনের কারণে সৃষ্ট সীমানা জটিলতা নিয়ে মামলা থাকায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ও কাজিপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, হাইকোর্টে দায়ের করা রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে সোনাতনী ইউনিয়নের নির্বাচন এক মাস ও সদর ইউনিয়নের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত আদেশের কপি বিকেলে জেলা নির্বাচন কার্যালয়ে আসে। নির্দেশনাটি এরই মধ্যে সংশ্লিষ্ট দুই ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের অবগত করা হয়েছে।

প্রসঙ্গত, ২৮ মে পঞ্চম দফায় এ দু’টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের কথা ছিল।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, মে ২৬, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।