ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বকশীগঞ্জে ছাত্রলীগের কার্যক্রম স্থগিত, আইন সম্পাদক বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, মে ২৮, ২০১৬
বকশীগঞ্জে ছাত্রলীগের কার্যক্রম স্থগিত, আইন সম্পাদক বহিষ্কার

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে উপজেলা আওয়ামী লীগ। পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সফিকুল ইসলামকে সাময়িকভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

শুক্রবার (২৭ মে) রাতে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
 
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী মফিজ উদ্দিন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, তথ্য বিষয়ক সম্পাদক মেজবাউদ্দিন জুলফিকার, দপ্তর সম্পাদক গোলাম মোস্তুফা মিল্লাত, সদস্য ইয়াসিন তালুকদার প্রমুখ।

২৭ মে বিকেলে বগারচর ইউনিয়নে সারমারা বাজারে উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুমান তালুকদারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের আয়োজন করে স্থানীয় বগারচর ইউনিয়নের ছাত্ররা। অত্র ইউনিয়নের কমিটি গঠন হওয়ার আগেই উপজেলা ছাত্রলীগের সভাপতির বহিষ্কার দাবি করে বিক্ষোভ মিছিলের আয়োজন করলে জুমান তালুকদারের সমর্থিত ছাত্ররা বাধা দিলে উভয়ের মধ্যে সংর্ঘষ শুরু হয়। সংর্ঘষে সাতজন আহত হয়, এদের মধ্যে দু’জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকী পাঁচজনকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সারমারা বাজারে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, সভা শেষে প্রেস ব্রিফিংকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় ছাত্রলীগের কমিটি স্থগিত ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সফিকুল ইসলামকে সাময়িকভাবে বহিষ্কারের সুপারিশ করেছে। পাশাপাশি চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী হোসেন আলী, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ, সদস্য ওমর আল ফারুক, সদস্য রেজাউল করিম, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছাইদুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক মো. আলী আকবর, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি ইয়াকুব আলীকে সমায়িকভাবে বহিস্কার করেছে জামালপুর জেলা আওয়ামী লীগ।    

বাংলাদেশ সময়: ঘণ্টা, মে ২৭, ২০১৬
আরএ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।