ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় ১৯টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, মে ২৮, ২০১৬
বগুড়ায় ১৯টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কাহালু থেকে: পঞ্চমধাপে বগুড়ার ৩টি উপজেলার ১৯টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এরমধ্যে কাহালু উপজেলার ৮টি, দুপচাঁচিয়ার ৫টি ও আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়ন রয়েছে।


 
শনিবার (২৮ মে) সকাল ৮টা থেকে কাহালু উপজেলার মুড়ইল সিনিয়র আলিম মাদ্রাসা ভোট কেন্দ্রসহ সব কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে।
 
কাহালু উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৫ জন, সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ৮৭ জন ও সাধারণ সদস্য(পুরুষ) পদে ২৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় ৭৩টি কেন্দ্রে ১ লাখ ৩৭ হাজার ১৪০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
 
এদিকে, দুপচাঁচিয়া উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৪ জন, সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ৬৫ জন ও সাধারণ (পুরুষ) সদস্য পদে ১৬৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ৪৫টি কেন্দ্রে ৯৭ হাজার ৩৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
 
এছাড়া আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৩ জন, সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ৬৬ জন ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ১৭০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ৫৫টি ভোট কেন্দ্রে ৩ লাখ ৬২ হাজার ২৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
 
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী বাংলানিউজকে জানান, জেলার তিনটি উপজেলার সবগুলো ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে এই কর্মকর্তা জানান।    
 
বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, মে ২৮, ২০১৬
এমবিএইচ/পিসি
 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।