ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

গোবিন্দগঞ্জে এক কেন্দ্রে ভোট স্থগিত, এক কেন্দ্রে বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, মে ২৮, ২০১৬
গোবিন্দগঞ্জে এক কেন্দ্রে ভোট স্থগিত, এক কেন্দ্রে বাতিল

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের তারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট বাতিল ঘোষণা করা হয়েছে।

এছাড়া সালমারা ইউনিয়নের জীবনগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

শনিবার (২৮ মে) সকালে ওই দুই কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ফেরদৌস আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সৈয়দ শরিফুল ইসলামের কর্মী-সমর্থকরা তারদহ ভোটকেন্দ্রে প্রবেশ করে। এ সময় তারা ব্যালট পেপার ছিনতাই করে। পরে ওই কেন্দ্রের ভোট  বাতিল ঘোষণা করা হয়।

অপরদিকে, সকাল ১০টার দিকে জীবনগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শাহানা আকতার কর্মী-সমর্থক নিয়ে কেন্দ্রে হামলা করে ব্যালট পেপার ছিনতাই ও সিল মারার চেষ্টা করেন।

এ সময় স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বকুল (মোটরসাইকেল) কর্মী-সমর্থক নিয়ে তাদের বাধা দেন। এতে উভয়ের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, জীবনগাড়ি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর রহমান জানান, বাতিল হওয়া তারদহ ভোট কেন্দ্রে পরে ভোট নেওয়া হবে। এছাড়া জীবনগাড়িতে ভোটগ্রহণ শুরু করার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, মে ২৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।