ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

সিলেটে ১৪ ইউনিয়নে চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, মে ২৮, ২০১৬
সিলেটে ১৪ ইউনিয়নে চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

সিলেট: সিলেটের বালাগঞ্জ ও ওসমানীনগরের ১৪টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভ‍াবে ভোটগ্রহণ চলছে।

শনিবার (২৮ মে) সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত এ দুই উপজেলায় কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

সিলেট জেলার বালাগঞ্জে ৬টি ও ওসমানীনগর উপজেলায় ৮টি ইউনিয়নে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বালাগঞ্জের ৬ ইউনিয়নে ৫৫টি কেন্দ্রে এবং ২২০টি কক্ষে ভোটগ্রহণ চলেছে। এ উপজেলায় মোট ভোটার ৭৫ হাজার ৫০৭ জন।

এছাড়া ওসমানীনগরে ৮টি ইউনিয়নে ৭৬ কেন্দ্রে ও ৩৪৫ কক্ষে ভোট গ্রহন চলছে। এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ২৬ হাজার ৮১৭ জন।

এদিকে, সুনামগঞ্জ জেলার এ দুটি উপজেলা ছাড়াও দিরাই, শাল্লা ও জগন্নাথপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে জানিছেন সংশ্লিষ্টরা।

বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলায় ১৪টি ইউনিয়নে ৫স্তরের নিরাপত্তায় ভোট গ্রহণ চলছে।

সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল চৌধুরী বাংলানিউজকে বলেন, দুপুর পর্যন্ত উপজেলার ৮টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বাংলানিউজকে বলেন, দুপুর পর্যন্ত কোনো ধরণের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। সব ক’টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা বাংলানিউজকে বলেন, দুই উপজেলায় প্রায় দেড় সস্রাধিক পুলিশ মোতায়েন রয়েছে। দুপুর পর্যন্ত শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে।

তিনি বলেন, আমরা আগেই মেসেজ দিয়েছি, ব্যালট বক্স ছিনতাইয়ের সাহস দেখালে বক্স জায়গায় থাকবে। কিন্তু যে সাহস দেখাবেন, তার দেহে প্রাণ নাও থাকতে পারে! শান্তিপূর্ণ ভোটগ্রহণের ক্ষেত্রে সিলেট একটি মডেল জেলা হিসেবে অনুকরণীয় থাকবে, এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।    

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, মে ২৮, ২০১৬
এনইউ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।