ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ ২, ব্যালট ছিনতাই, ভোট স্থগিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, মে ২৮, ২০১৬
লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ ২, ব্যালট ছিনতাই, ভোট স্থগিত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ইউপি নির্বাচনে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় পুলিশের ছোড়া শটগানের গুলিতে দু’জন গুলিবিদ্ধ হয়েছেন।

এ অবস্থায় সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।  

শনিবার (২৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে পঞ্চম দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের ইউছুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সকাল ১১টার দিকে ওই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।

গুলিবিদ্ধরা হলেন-মো. সম্রাট ও জাবেদ। তারা সাধারণ ভোটার বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।

স্থানীয়রা জানায়, আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শামছুল আলম বাবুল পাটোয়ারীর লোকজন কেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনতাই করে জাল ভোট দেওয়ার চেষ্টা করেন। এসময় আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী নিজাম উদ্দিন মুন্না (আনারস প্রতীক) ও তার লোকজন বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এসময় মো. সম্রাট ও জাবেদ নামে দুই যুবক গুলিবিদ্ধ হন।

জেলা নির্বাচন কর্মকর্তা সোহেল সামাদ ও কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবদুল্লাহ আল কাউসার জানান, দুর্বৃত্তরা ভোট কেন্দ্রে এসে ব্যালট ছিনতাই করে। এসময় দুই রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ অবস্থায় এ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, মে ২৮, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।