ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

সিংড়ার ও বড়াইগ্রামে বিএনপির ৩ প্রার্থীর ভোট বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, মে ২৮, ২০১৬
সিংড়ার ও বড়াইগ্রামে বিএনপির ৩ প্রার্থীর ভোট বর্জন

নাটোর: নানা অনিয়মের অভিযোগ এনে নাটোরের সিংড়া উপজেলায় বিএনপি মনোনীত দুই চেয়ারম্যান প্রার্থী ও বড়াইগ্রামে এক প্রার্থী ভোট বর্জন করেছেন।

শনিবার (২৮ মে) দুপুরে তারা তিনজন পৃথকভাবে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন।

এসময় দলীয় নেতাকর্মী, সমর্থকরা উপস্থিত ছিলেন।

ভোট বর্জনকারী বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন-সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাইদুর রহমান সাদু ও হাতিয়ানদহ ইউপির অধ্যাপক আবুল মনসুর এবং বড়াইগ্রামের জোনাইল ইউনিয়নের আব্দুল আজিজ।

সংবাদ সম্মেলনে তারা জানান, সকাল ৮টায় পঞ্চম দফায় ইউপি নির্বাচনে ভোট শুরুর পর থেকেই আওয়ামী লীগ প্রার্থীর লোকজন বিএনপির এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দিয়ে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারছেন। বিএনপির কর্মী-সমর্থকদের হুমকিসহ ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে। এ অবস্থায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট সম্ভব নয়। তাই তারা ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মে ২৮, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।