ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

নৌকায় জালভোট দেওয়ায় প্রিজাইডিং অফিসারের সাজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, মে ২৮, ২০১৬
নৌকায় জালভোট দেওয়ায় প্রিজাইডিং অফিসারের সাজা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শুভগাছা ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে জালভোট দেওয়ার দায়ে শুভগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মে) দুপুরে পঞ্চম দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল হাসান এ আদেশ দেন।

এসময় একই অভিযোগে আওয়ামী লীগের চার কর্মীকে জরিমানা করেন তিনি।

কারাদণ্ডাদেশ প্রাপ্ত প্রিজাইডিং অফিসারের নাম ফরহাদ হোসেন। এছাড়া অর্থদণ্ড প্রাপ্ত আওয়ামী লীগ কর্মীরা হলেন- মোসলেম, বাছেদ, আবুল হাসেম ও ফজলার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল হাসান বাংলানিউজকে এসব তথ্য দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মে ২৮, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।