ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

নড়াইলে কেন্দ্র দখলের সময় আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, মে ২৮, ২০১৬
নড়াইলে কেন্দ্র দখলের সময় আহত ৫

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট কেন্দ্র দখলের সময় চারটি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা।  

শনিবার (২৮ মে) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-  আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পলাশ (ঘোড়া প্রতীক) ও তার ভাই সাইফুর রহমান হিলু। বাকি তিন জনের নাম জানা যায়নি।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বিকেলে নৌকা সমর্থক কর্মীরা দিঘলিয়া মাধ্যমিক বিদ্য‍ালয় কেন্দ্রের সামনে বোমা চারটি বিস্ফোরণ করে কেন্দ্র দখলের চেষ্টা করে। বোমা বিস্ফোরণে কেন্দ্রে থাকা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পলাশ ও তার ভাই সাইফুর রহমান হিলুসহ পাঁচজন আহত হন। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ইমরান (৩৮)  নামে ‍একজনকে আটক করে।

আটক ইমরানকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন তাকে এক বছরের কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মে ২৮, ২০১৬
এনটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।