ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

অষ্টগ্রামে আওয়ামী লীগ ৬, স্বতন্ত্র ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, মে ২৮, ২০১৬
অষ্টগ্রামে আওয়ামী লীগ ৬, স্বতন্ত্র ২

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আটটি ইউনিয়নে ছয়টিতে আওয়ামী লীগ ও দু’টিতে স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৮ মে) সকাল ৮টায় পঞ্চম দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়।

যা শেষ হয় বিকেল ৪টায়। এরপর ভোট গণনা শেষে উপজেলা নির্বাচন কার্যালয় এ তথ্য জানায়।

আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন- অষ্টগ্রাম সদর ইউনিয়নে সৈয়দ ফারুক আহম্মেদ, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে মো. কাছেদ মিয়া, কাস্তুল ইউনিয়নে সাইফুল হক রন্তি, দৈগড় ইউনিয়নে মো. ইব্রাহিম মিয়া, বাঙ্গালপাড়া ইউনিয়নে প্রার্থী এনামুল হক ভূঁইয়া ও কমলা ইউনিয়নে রাধা কৃষ্ণ দাস।

এছাড়া আদম‍পুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ফজলুল করিম বাদল ও কয়েরপুর-আবদুল্লাহপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোক্তার খান বিজয়ী হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, মে ২৮, ২০১৬
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।