ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

মুক্তাগাছায় প্রিজাইডিং কর্মকর্তা আহত, পুলিশের ফাঁকা গুলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, মে ২৮, ২০১৬
মুক্তাগাছায় প্রিজাইডিং কর্মকর্তা আহত, পুলিশের ফাঁকা গুলি

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছার দাওগাঁও ইউনিয়নের মহেশপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের হামলায় প্রিজাইডিং কর্মকর্তা মোশাররফ হোসেন আহত হয়েছেন।

শনিবার (২৮ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, হামলায় আহত প্রিজাইডিং অফিসারকে অবরুদ্ধ করে রাখা হয়। এ ঘটনায় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। এখনও সেখানে তীব্র উত্তেজনা চলছে।

তবে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হক জানান, প্রিজাইডিং অফিসার সামান্য আহত হয়েছেন। পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেছে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মে ২৮, ২০১৬
এমএএএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।