ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বদরগঞ্জে দশ ইউপিতে আ’লীগ ৫, স্বতন্ত্র ৫

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, মে ২৮, ২০১৬
বদরগঞ্জে দশ ইউপিতে আ’লীগ ৫, স্বতন্ত্র ৫

রংপুর: রংপুরের বদরগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১০ ইউনিয়নে আওয়ামী লীগের ৫ ও স্বতন্ত্র ৫ প্রার্থী বিজয়ী হয়েছেন।

আওয়ামী লীগের বিজয়ীরা হলেন- উপজেলার বিষ্ণুপুর ইউপিতে আহসানুল হক চৌধুরী টুটুল, লোহানিপাড়া ইউপিতে রাকিব হাসান শাহ্ ডলু, দামোদরপুর ইউপিতে আজিজুল হক, কুতুবপুর ইউপিতে আতিয়ার রহমান দুলু ও গোপালপুর ইউপিতে আজিজার রহমান।

বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন- মধুপুর ইউপিতে আয়নাল হক, কালুপাড়া ইউপিতে শহিদুল হক মানিক, রাধানগর ইউপিতে সাখাওয়াত হোসেন হীরা, গোপিনাথপুর ইউপিতে মনোয়ার হোসেন সেভেনটি ও রামনাথপুর ইউপিতে আব্দুল্লাহ্ আল মামুন।

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে বদরগঞ্জ উপজেলার ১০ ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মে ২৮, ২০১৬
আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।