ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

মানিকগঞ্জে আ'লীগ ৬ , স্বতন্ত্র ২ প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, মে ২৮, ২০১৬
মানিকগঞ্জে আ'লীগ  ৬ , স্বতন্ত্র ২ প্রার্থী জয়ী

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে  আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ৬টিতে নির্বাচিত হয়েছেন।

এরা হলেন, দিঘী ইউনিয়নে আব্দুল মতিন, কৃষ্ণপুর ইউনিয়নে বিপ্লব হোসেন, হাটিপাড়া ইউনিয়নে গোলাম মনির হোসেন, পুটাইলে আব্দুল জলিল, আটিগ্রামে নুরে আলম।

বেতিলা মিতরা ইউনিয়নে আ'লীগের প্রার্থী নাসির উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

অপরদিকে ভাড়ারিয়া ইউনিয়নে আ'লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া নবগ্রাম ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী রাকিব হোসেন ফরহাদ বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

সংশ্লিষ্ট ইউনিয়নের নির্বাচন কর্মকর্তারা বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, মে ২৮, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।