ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে ১৪ ইউপিতে আ’লীগ ৫, বিএনপির ৫, স্বতন্ত্র ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, মে ২৮, ২০১৬
সিলেটে ১৪ ইউপিতে আ’লীগ ৫, বিএনপির ৫, স্বতন্ত্র ৪

সিলেট: সিলেটের বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার ১৪ ইউনিয়নে আওয়ামী লীগ ৫, বিএনপি ৫ ও স্বতন্ত্র (বিদ্রোহী) ৪  প্রার্থী বিজয়ী হয়েছেন। বিদ্রোহী প্রার্থীদের মধ্যে আওয়মী লীগের ৩ ও বিএনপির প্রার্থী ১টিতে বিজয়ী হয়েছেন।

শনিবার (২৮মে) রাতে সংশ্লিষ্ট ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তারা এ ফলাফল ঘোষণা করেন।

বালাগঞ্জ উপজেলার ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৪ জন ও বিএনপির ২ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।

এ উপজেলায় বিজয়ী প্রার্থীরা হলেন- পূর্ব পৈলনপুর ইউনিয়নে আওয়ামী লীগের আব্দুল মতিন, বোয়ালজুড় ইউনিয়নে আ’লীগের আনহার মিয়া, পশ্চিম গৌরীপুরে আওয়ামী লীগের আমিরুল ইসলাম মধু ও পূর্ব গৌরীপুর ইউপিতে আ’লীগের হিমাংশু রঞ্জন দাস।

এ উপজেলায় বিএনপির বিজয়ী প্রার্থীরা হচ্ছেন, বালাগঞ্জ সদর ইউনিয়নে বিএনপির আব্দুল মুনিম ও দেওয়ান বাজার ইউপিতে বর্তমান চেয়ারম্যান নাজমুল আলম।

সিলেটের ওসমানীনগর উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে মাত্র ১টিতে আওয়ামী লীগ ও ৩টিতে বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। অপর ৪টিতে বিজয়ী হয়েছেন বিদ্রোহী প্রার্থীরা।

উপজেলার উমরপুর ইউপিতে আ’লীগের জিএম কিবরিয়া বিজয়ী হয়েছেন। বিএনপির বিজয়ী প্রার্থীরা হলেন, সাদীপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুর রব, তাজপুর ইউপিতে বর্তমান চেয়ারম্যান ইমরান রব্বানী ও দয়ামীর ইউপিতে এইচটি এম ফখর উদ্দিন।

আ’লীগের বিদ্রোহী বিজয়ীরা হলেন- পশ্চিম পৈলনপুর ইউপিতে আব্দুল হাফিজ এ মতিন গেদাই, বুরুঙ্গা ইউপিতে জিএম রসুল খালেক আহমদ লটই ও উছমানপুরে মঈনুল আজাদ ফারুক।

এছাড়া গোয়ালাবাজার ইউপিতে বিজয়ী হন বিএনপির বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান মানিক।

এরআগে শনিবার (২৮ মে) সকাল ৮টায় থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই টানা ভোট গ্রহণ চলে।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, মে ২৮, ২০১৬
এনইউ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।