ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

রংপুরের ১৬ ইউপিতে আ‍‍.লীগ ৮, স্বতন্ত্র ৭, জাপা ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, মে ২৯, ২০১৬
রংপুরের ১৬ ইউপিতে আ‍‍.লীগ ৮, স্বতন্ত্র ৭, জাপা ১

রংপুর: পঞ্চম ধাপে রংপুরের তিন উপজেলার ১৬টি ইউনিয়নের নির্বাচনে বেসরকারিভাবে ফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগ প্রার্থী আটটিত, স্বতন্ত্র সাত ও একটিতে জিতেছেন জাতীয় পার্টির প্রার্থী।

শনিবার (২৮) তারাগঞ্জ, বদরগঞ্জ ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান ও মিরাজ হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান।

তিন উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে মোট ৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর মধ্যে বদরগঞ্জের ১০টি ইউনিয়নে পাঁচটিতে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী জিতেছেন পাঁচটিতে।  

তারাগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের তিনটিতে আওয়ামী লীগ ও দু’টিতে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী।

এছাড়া রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী মেসবাউল ইসলাম ফারুক জয়ী হন।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, মে ২৮, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।