ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

যশোরে আ.লীগ ১৭, অন্যান্য ১১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, মে ২৯, ২০১৬
যশোরে আ.লীগ ১৭, অন্যান্য ১১

যশোর: যশোরের তিনটি উপজেলার ২৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ ১৭টি, বিএনপি ৩টি, স্বতন্ত্র ৭টি ও ১টিতে ওয়ার্কাস পার্টির প্রার্থী চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।

শনিবার (২৮ মে) রাতে যশোর জেলা নির্বাচন অফিসের একাধিক সূত্র বিষয়টি বাংলানিউজকে জানায়।

যশোরের কেশবপুর উপজেলার ১১টি ইউপিতে আওয়ামী লীগ ৬, বিএনপি ৩ ও ২টিতে স্বতন্ত্র (আ.লীগের বিদ্রোহী) প্রার্থী জয়ী হয়েছেন।

বিজয়ীরা হলেন- কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নে কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত (নৌকা), পাঁজিয়া ইউনিয়নে শফিকুল ইসলাম মুকুল (নৌকা), সুফলাকাঠি ইউনিয়নে মাস্টার আব্দুস সামাদ (নৌকা), গৌরীঘোনা ইউনিয়নে এসএম হাবিবুর রহমান (নৌকা), সামচ্ছুদ্দীন দফাদার (নৌকা), ত্রিমোহিনী ইউনিয়নে আনিছুর রহমান (নৌকা), মঙ্গলকোট ইউনিয়নে মনোয়ার হোসেন (আ.লীগের বিদ্রোহী), বিদ্যানন্দকাঠি ইউনিয়নে আমজাদ হোসেন (আ.লীগের বিদ্রোহী), সদর ইউনিয়নে প্রভাষক আলাউদ্দিন আলা (বিএনপি), মজিদপুর ইউনিয়নে আবু বকর আবু (বিএনপি) ও হাসানপুর ইউনিয়নে জুলমত হোসেন (বিএনপি)।

বাঘারপাড়া উপজেলার ৯টি ইউনিয়নে আওয়ামী লীগ ৪, স্বতন্ত্র ৪ ও ১টিতে ওয়ার্কার্সপার্টি মনোনীত প্রার্থী জয়ী হয়েছেন।
এরা হলেন- উপজেলার দোহাকুলা ইউনিয়নে ওয়াহিদুর রহমান (নৌকা), জহুরপুর ইউনিয়নে দিলু পাটোয়ারী (নৌকা), ধলগ্রাম ইউনিয়নে সুভাষ দেবনাথ (নৌকা), রায়পুরে মঞ্জুর রশিদ স্বপন (নৌকা), বাসুয়াড়ী ইউনিয়নে আবু সাঈদ (আ.লীগের বিদ্রোহী), জামদিয়া ইউনিয়নে কামরুল ইসলাম টুটুল (আ.লীগের বিদ্রোহী), নারিকেলবাড়িয়া ইউনিয়নে আবু তাহের সর্দার (আ.লীগের বিদ্রোহী), দরাজহাট ইউনিয়নে আয়ুব হোসেন (আ’লীগের বিদ্রোহী) এবং বন্দবিলা ইউনিয়নে ওয়ার্কার্স পার্টি মনোনীত সবদুল হোসেন খান বিজয়ী হয়েছেন।

এছাড়াও যশোরের অভয়নগর উপজেলার ৮টি ইউনিয়নে ৭টিতে আওয়ামী লীগ ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী (আ.লীগের বিদ্রোহী) প্রার্থী
চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বিজয়ীরা হলেন- প্রেমবাগ ইউনিয়নে মফিজ উদ্দিন (নৌকা), সুন্দলী ইউনিয়নে বিকাশ রায় কপিল (নৌকা), চলিশিয়া ইউনিয়নে নাদির মোল্যা (নৌকা), পায়রা ইউনিয়নে বিষ্ণুপদ দত্ত (নৌকা),বাঘুটিয়া ইউনিয়নে বাবুল আক্তার (নৌকা), শুভরাঢ়া ইউনিয়নে আব্দুর রাজ্জাক বিশ্বাস (নৌকা), সিদ্দিপাশা ইউনিয়নে খান এ কামাল (নৌকা) ও শ্রীধরপুর ইউনিয়নে মোহাম্মদ আলী মোল্যা (আ.লীগের বিদ্রোহী) বিজয়ী হয়েছেন।


বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, মে ২৯, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।