ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

না.গঞ্জে আ.লীগ ১৭, বিদ্রোহী ২, জাতীয় পার্টি ১টিতে জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৭ ঘণ্টা, মে ২৯, ২০১৬
না.গঞ্জে আ.লীগ ১৭, বিদ্রোহী ২, জাতীয় পার্টি ১টিতে জয়ী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে পঞ্চম ধাপে অনুষ্ঠিত আড়াইহাজার ও সোনারগাঁও উপজেলার ২০ ইউনিয়নের ১৭টিতে আওয়ামী লীগ, দু’টিতে বিদ্রোহী ও একটিতে জাতীয় পার্টির প্রার্থী জয়ী হয়েছেন।
 
শনিবার (২৮ মে) আড়াইহাজারের ১০ ইউনিয়নের মধ্যে যে তিনটিতে চেয়ারম্যান পদে ভোট হয় তার সবগুলোতেই আওয়ামী লীগ প্রার্থী জয়ী হন।

আর সাত ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা আগে থেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে ছিলেন।
 
আড়াইহাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা মোরশেদ আলম বাংলানিউজকে জানান, শনিবার বিশনন্দীতে আওয়ামী লীগ প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ, খাগকান্দায় শহিদুল ইসলাম নুরু ও ব্রাহ্মন্দীতে লাক মিয়া বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
 
অন্যদিকে সোনারগাঁও উপজেলা পরিষদে রাত ১০টায় বেসরকারি ফল ঘোষণা করা হয়। এতে ১০টি ইউনিয়নের মধ্যে পিরোজপুরে আওয়ামী লীগের মাসুদুর রহমান মাসুম, কাচপুরে আওয়ামী লীগের মোশাররফ ওমর, সাদিপুরে আওয়ামী লীগের আবদুর রশীদ মোল্লা, বারদিতে আওয়ামী লীগের জহিরুল হক, মোগরাপাড়ায় আওয়ামী লীগের আরিফ মাসুদ বাবু, সনমান্দীতে আওয়ামী লীগের জাহিদ হাসান জিন্নাহ, জামপুরে আওয়ামী লীগের হামিম শিকদার শিপলু, বৈদ্যেরবাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ডা. আব্দুর রউফ, নোয়াগাঁওয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাওলানা ইউসুফ দেওয়ান ও শম্ভুপুরায় জাতীয় পার্টির আব্দুর রবকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ০৫৪৫ ঘণ্টা, মে ২৯, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।