ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জের ১৯টিতে আ’লীগ, একটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, মে ২৯, ২০১৬
সিরাজগঞ্জের ১৯টিতে আ’লীগ, একটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের ২০ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ ১৯টিতে ও আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) এক প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৮ মে) পঞ্চম দফায় ইউপি নির্বাচনে ভোটগ্রহণ ও গণনা শেষে রাত ১১টার দিকে স্ব স্ব ইউপির রিটার্নিং অফিসাররা এ ফলাফল ঘোষণা করেন।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফিউর রহমান বাংলানিউকে জানান, ১২টি ইউপির মধ্যে ১১টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তারা হলেন- সোনামুখি ইউপিতে শাহজাহান আলী, গান্ধাইলে আশরাফুল ইসলাম, মনসুরনগর রাজ মহর আলী, তেকানীতে হারুনার রশীদ ও খাসরাজবাড়িতে গোলাম হোসেন।

এছাড়া ভোটের মাধ্যমে বিজয়ীরা হলেন- শুভগাছা ইউপিতে হাবিবুর রহমান খোকা, চালিতা ডাঙ্গায় আতিকুর রহমান মুকুল, নাটুয়ারপাড়ায় আব্দুল মান্নান চান, চরগিরিশে জহুরুল হক মিন্টু, নিশ্চিন্তপুরে জালাল উদ্দিন মাস্টার ও মাইজবাড়িতে শওকত হোসেন।

শাহজাদপুর ইউএনও মোহাম্মদ শামীম আহম্মেদ বাংলানিউজকে জানান, এ উপজেলার ১২টি ইউপির মধ্যে নয়টিতে নির্বাচন হয়। এর আটটিতে আওয়ামী লীগ ও একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী জয়ী হয়েছেন।

বিজয়ীরা হলেন- কায়েমপুরে ইউপিতে এস এম হাসিবুল হক হাসান, গাড়াদহ ইউপিতে মো. সাইফুল ইসলাম, পোতাজিয়ায় ইউপিতে মোহাম্মদ আলী ব্যাপারি, রুপবাটি ইউপিতে রফিকুল ইসলাম সিকদার, গালা ইউপিতে আব্দুল বাতেন, বেলতৈল ইউপিতে ফেরদৌস হোসেন ফুল, খুকনী ইউপিতে মুল্লুক চাঁদ, জালালপুর ইউপিতে সুলতান মাহমুদ, সোনাতনী ইউপিতে লুৎফর রহমান ও নরিনায়  আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফজলুল হক।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, মে ২৯, ২০১৬
এনএইচএস/আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।