ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

জিয়ার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে থাকছেন খালেদা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, মে ২৯, ২০১৬
জিয়ার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে থাকছেন খালেদা

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে থাকছেন দলটির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
 
রোববার (২৯ মে) বিকেল ৩টায় রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে (আইইবি) এ অনুষ্ঠান শুরু হবে।


 
বিএনপি সূত্রে জানা গেছে, অনুষ্ঠান শুরুর কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছাবেন খালেদা জিয়া। তবে বক্তব্য দেবেন কি-না- সে বিষয়টি এখনো নিশ্চিত নয়।
 
বিএনপির শীর্ষ নেতা, বিএনপিপন্থী বুদ্ধিজীবী ও প্রয়াত জিয়াউর রহমানের রাজনৈতিক সহকর্মীরা আলোচনায় অংশ নেবেন।
 
এদিকে জিয়াউর রহমানের ৩৫তম মৃতুবার্ষিকী উপলক্ষে সোমবার (৩০ মে) সকাল দশটায় তার কবর জিয়ারত করবেন খালেদা জিয়া।

এরপর একে একে মানিক মিয়া অ্যাভিনিউয়ের টিঅ্যান্ডটি মাঠ, মোহাম্মদপুর টাউন হল, ধানমণ্ডির জিগাতলা, নয়াবাজারে ঢাকা মহানগর বিএনপির পুরনো কার্যালয়, নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় ‍কার্যালয় ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসাসহ রাজধানীর বেশ কয়েকটি স্থানে দুস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করবেন বিএনপির চেয়ারপারসন।
 
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ২৯, ২০১৬
এজেড/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।