ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

‘নির্বাচনের নামে হলিখেলা হচ্ছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, মে ২৯, ২০১৬
‘নির্বাচনের নামে হলিখেলা হচ্ছে’ ছবি: শাকিল-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নির্বাচনের নামে হলিখেলা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির বিদায়ী স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান।

রোববার (২৯ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান বলেন, দেশে এখন প্রহসনের নির্বাচন হচ্ছে। পাঁচ দফা নির্বাচনে শতাধিক মানুষের প্রাণ ঝরে গেল। অথচ নির্বাচন কমিশনাররা বলছেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। সরকারের ‘গোলামিতে’ মত্ত নির্বাচন কমিশন বলেও মন্তব্য করেন তিনি।

সভায় প্রধান আলোচকের বক্তব্যে বিএনপির বিদায়ী ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, সরকার বলছে, তারা দেশের উন্নয়ন করছে। কিন্তু যে সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা কিভাবে জনগণের শান্তির জন্য কাজ করবে? যারা জনগণের ব্যালট ছিনতাই করেন, তারা কখনো দেশের উন্নয়ন করতে পারেন না।

নির্বাচন কমিশনারদের সমালোচনা করে তিনি বলেন, ‘সহিংসতা বেশি হয়েছে, তবে নির্বাচন ভালো হয়েছে। শতাধিক মায়ের বুক খালি হয়েছে আর আপনারা বলছেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। কমিশনারদের এ ধরনের কথা ‘পাগলামি’ ছাড়া কিছু নয়’।

দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে তিনি বলেন, দেশে গণতন্ত্রের মৃত্যু হয়েছে। সরকারের যা ইচ্ছে হচ্ছে, তাই করছে। খুন, গুম একের পর এক হচ্ছে, তবু সরকার বলছে, তারা শান্তিপূণর্ভাবে দেশ চালাচ্ছে।

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারির সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকোমল বড়ুয়া, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ৷

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, মে ২৯, ২০১৬
এসজে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।