ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ধোবাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কেন্দ্র ভাঙচুরের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, মে ২৯, ২০১৬
ধোবাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কেন্দ্র ভাঙচুরের অভিযোগ

ময়মনসিংহ: ময়মনসিংহের ধোবাউড়ার উপজেলার গোয়াতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শামসুর রশিদ মজনুর (ঘোড়া) নির্বাচনী কেন্দ্র ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

 

রোববার (২৯ মে) দুপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম লিটনের লোকজন কেন্দ্রটি ভাঙচুর করেন বলে অভিযোগ করা হয়।

শামসুর রশিদ মজনু ভাঙচুরের ঘটনাটি পুলিশকে অবগত করেছেন।

তিনি বলেন, ভোটের মাঠে আমাকে কোণঠাসা করতে এবং আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই আওয়ামী লীগ প্রার্থীর লোকজন নির্বাচনী কেন্দ্রের চেয়ার-টেবিল ভাঙচুর ও সব পোস্টার ছিঁড়ে ফেলে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মে ২৯, ২০১৬
এমএএএম/আরআইইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।