ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বিয়ের পিঁড়িতে বসছেন খুলনার ছাত্রলীগ সভাপতি সুজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, মে ২৯, ২০১৬
বিয়ের পিঁড়িতে বসছেন খুলনার ছাত্রলীগ সভাপতি সুজন

খুলনা: কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ও খুলনা মহানগর সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন বিয়ের পিঁড়িতে বসছেন।

কনে মহানগরীর বি কে রায় রোডের মো. ইদ্রিস মোল্লার মেয়ে ইশরাত জাহান ইশা।

 

আগামী ৩১ মে (মঙ্গলবার) বিয়ে এবং ৩ জুন (শুক্রবার) বৌভাত অনুষ্ঠান নির্ধারিত রয়েছে। ‍

শাহাজালাল হোসেন সুজনের বাবা নগরীর বয়রা প্রধান সড়কের প্রয়াত শেখ শহীদুল হক। তিনি সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের প্রথম ভিপি এবং মহানগর শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

বিয়ের বিষয়ে সুজন বাংলানিউজকে বলেন, পারিবারিকভাবে বিয়ের আয়োজন করা হচ্ছে। কনে সরকারি বিএল কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।

এদিকে সুজনের বিয়েকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, মে ২৯, ২০১৬
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।