ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

গণতন্ত্র হারিয়ে ফেলেছি...

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, মে ২৯, ২০১৬
গণতন্ত্র হারিয়ে ফেলেছি... ছবি: বাদল- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গণতন্ত্র হারিয়ে ফেলেছি, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফিরিয়ে আনার ‍আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

রোববার (২৯ মে) বিকেলে রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)  মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

মওদুদ বলেন, আজকে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে আনা। খালেদা জিয়ার নেতৃত্বে যে কোনো মূল্যেই হোক গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। আর ফিরিয়ে আনার আন্দোলনকে বেগবান করতে হবে। সঠিক গণতন্ত্রের মাধ্যমে জনগণ সরকার নির্বাচিত করবে।

তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের এতো অত্যাচারের পরও আমাদের কেন্দ্রীয় কোনো নেতা তো আওয়ামী লীগে যোগদান করে নি। এখনও জাতীয়বাদীতাবাদী শক্তি টিকে আছে। এখন আমাদের ক্রান্তিকাল চলছে। এ রকম চিরকাল থাকবে না।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড.খন্দকার মোশাররফ হোসেন, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল হালিম, শামসুজ্জামান দুদু প্রমুখ।

** ‘জিয়ার জন্ম হয়েছে বলেই আ’লীগের জন্ম’

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মে ২৯, ২০১৬
এমসি/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।