ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

চুয়াডাঙ্গার ৪ ইউনিয়নের জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, মে ২৯, ২০১৬
চুয়াডাঙ্গার ৪ ইউনিয়নের জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলার চার ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ মে) দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

এসময় নির্বাচিত ৫২ জনপ্রতিনিধি শপথ নেন।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুন উজ্জামান সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস।

এ সময় আরো উপস্থিত ছিলেন-চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, নির্বাচিতরা আজ থেকে শুধু জনপ্রতিনিধি নন, তারা সরকারি কর্মকর্তাও। জনগণের পাশে দাঁড়িয়ে দেশের উন্নয়নে তাদের কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, মে ২৯, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।