ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

জিয়ার দুর্লভ ছবি নিয়ে হলো প্রদর্শনী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, মে ৩০, ২০১৬
জিয়ার দুর্লভ ছবি নিয়ে হলো প্রদর্শনী জি এম মুজিবুর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের দুর্লভ ছবি নিয়ে প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মে) জাতীয় প্রেসক্লাবের নিচতলার মিলনায়তনে এ আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

জিয়ার ৩৬তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে তাদের এ দিনব্যাপী আয়োজন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল সাড়ে ৩টা শেষ হয়েছে প্রদর্শনী। এতে প্রায় ১০০টির মতো ছবি দেখানো হয়।  

প্রদর্শনী প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, শরীরে কালো স্যুট, পাশেই কালো রঙের ওপর সাদা ফুল বসানো শাড়ি পরা স্ত্রী খালেদা জিয়া। এর পাশাপাশি বিশ্বের বড় নেতাদের নিয়ে ছবি। কোনো কোনো ছবিতে খালেদা ও জিয়ার হাসি মাখা মুখ।

বিএনপি সমর্থকরা এমন আয়োজনে খুশি। সকাল সাড়ে ৯টার দিকে প্রদর্শনী উন্মুক্ত হওয়ার পর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসতে শুরু করেন।  

তুহিন নামে এক দর্শনার্থী জানান, অনেক ভালো লাগছে এখানে এসে। জিয়াউর রহমান কত রকম কাজ করতেন তার একটি চিত্রও ফুঠে উঠেছে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, মে ৩০, ২০১৬
একে/আইএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।