ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে দুস্থদের মাঝে বিএনপির খাবার বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, মে ৩০, ২০১৬
ময়মনসিংহে দুস্থদের মাঝে বিএনপির খাবার বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (৩০ মে) সকালে নগরীর হরিকিশোর রায় রোডের দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এ কে এম মোশাররফ হোসেন।

এ সময় দলের সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, শহর বিএনপির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী, বিএনপি নেতা শাহ শিব্বির আহমেদ বুলু, রতন আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, জেলা ছাত্রদলের এজিএস রাসেল চৌধুরী ও জিএস মাহাবুবের নেতৃত্বাধীন অংশের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন কেন্দ্রীয় যুবদল নেতা লিটন আকন্দ। পরে দুপুরে তিনি নগরীর ৪নং ওয়ার্ডে শহর যুবদল নেতা সোহেল পাঠানের নেতৃত্বাধীন কর্মসূচিতেও যোগ দেন।

এছাড়া নগরীর ২১টি ওয়ার্ডেই বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দুস্থদের মাঝে খাবার বিতরণ করে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, মে ৩০, ২০১৬
এমএএএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।