ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

কেন্দুয়ায় বিএনপি-পুলিশ সংঘর্ষে ৫ পুলিশ আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, মে ৩০, ২০১৬
কেন্দুয়ায় বিএনপি-পুলিশ সংঘর্ষে ৫ পুলিশ আহত

নেত্রকোণা: নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বিএনপির মিছিলে পুলিশ বাধা দেওয়ায় উভয়পক্ষের সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বিএনপির ১০ কর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩০ মে) বিকেল ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের মধ্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সঞ্জু রহমান, জেলা বিএনপির সদস্য সৈয়দ ফারুক, কেন্দুয়া পৌর বিএনপির সহ-সভাপতি শহীদুল্লাহ ইসলাম ও ছাত্র নেতা ইউছুফের নাম জানা গেছে।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ৩০, ২০১৬
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।