ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বান্দরবানে যুব সমিতির নেতাকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, মে ৩১, ২০১৬
বান্দরবানে যুব সমিতির নেতাকে কুপিয়ে হত্যা

বান্দরবান: বান্দরবানে জনসংহতি সমিতির (জেএসএস) সহযোগী সংগঠন যুব সমিতির নেতা সুনীল চাকমাকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩১ মে) সকালে সদর উপজেলার কুহালং ইউনিয়নের কিবুকপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সুনীল চাকমা কুহালং ইউনিয়ন যুব সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তিনি কিবুকপাড়ার বাসিন্দা প্রসন্ন চাকমার ছেলে।

স্থানীয়রা জানান, বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের কিবুকপাড়া রাস্তার পাশের জঙ্গলে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিক উল্লাহ জানান, তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। রাজনৈতিক ঘটনার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, মে ৩১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।