ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জ যুবদল-ছাত্রদলের ২ নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, মে ৩১, ২০১৬
সিরাজগঞ্জ যুবদল-ছাত্রদলের ২ নেতা কারাগারে

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যুবদল ও ছাত্রদলের দুই নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩১ মে) দুপুরের দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মোরশেদ আলম এ নির্দেশ দেন।

এরা হলেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও পৌর এলাকার মাছুমপুর মহল্লার আব্দুল মান্নানের ছেলে মৃদুল হোসেন (৪০) ও ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি এবং কোবদাসপাড়া মহল্লার  আহমেদ আলীর ছেলে রাজু আহম্মেদ (৩০)।

চিফ জুডিশিয়াল আদালতের জিআরও সহকারী উপ-পরিদর্শক মাসুদ রানা জানান, সোমবার রাতে শহরের মাছুমপুর ও কোবদাসপাড়া মহল্লায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সদর থানা পুলিশ। এদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, মে ৩১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।