ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি ষড়যন্ত্রী দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, মে ৩১, ২০১৬
বিএনপি ষড়যন্ত্রী দল ছবি: রানা-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আওয়ামী লীগ নয়, বিএনপি ষড়যন্ত্রী দল বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার।
 
মঙ্গলবার (৩১ মে) জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু গবেষণা ও স্মৃতি পরিষদ এবং বাংলাদেশ ফেসবুক ফোরাম আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সম্মাননায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


 
তিনি বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্র করে না, ষড়যন্ত্র করে বিএনপি। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পারলেই বিএনপি বাঁচে। আওয়ামী লীগ ক্ষমতায় যেতে বা ক্ষমতাচ্যুত করতে ইসরাইলের মোসাদ, দাউদ ইব্রাহিম সঙ্গে ষড়যন্ত্র বিএনপি করেছে।
 
ফিজার বলেন, বিএনপি বলে ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে।   আওয়ামী লীগ ভারতের দালাল। যদি ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় বসায় তাহলে জিয়াউর রহমান, খালেদা জিয়া কীভাবে ক্ষমতায় ছিলেন।
 
অনুষ্ঠানে বঙ্গবন্ধু গবেষণা ও স্মৃতি পরিষদের সভাপতি মো. আবুল খায়ের শাহজাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তা এমপি, মনোরঞ্জন ঘোষাল প্রমুখ।
অনুষ্ঠানে সাতজন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মে ৩১, ২০১৬
আরইউ/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।