ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

মিরপুরে ককটেলসহ ২ শিবির নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, মে ৩১, ২০১৬
মিরপুরে ককটেলসহ ২ শিবির নেতা আটক

ঢাকা: রাজধানীর মিরপুর এলাকায়  বিশেষ অভিযান  চালিয়ে  ৫৫টি তাজা ককটেল ও ৯টি পেট্রোল বোমাসহ  দু'শিবির নেতাকে আটক করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন-মিরপুর এলাকার শিবিরের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত রবিন (২৯) ও উত্তরার এমদাদ (৩২)।

মঙ্গলবার (৩১ মে) রাতে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মিরপুর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) শামীম হাসান শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বিপরীত পাশে ‘পল্লী বুটিকস’ নামক শোরুম থেকে তাদের আটক করেন।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, মে ৩১, ২০১৬
এনএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।