ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

‘মেগা প্রকল্পে মেগা লুটপাট’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, জুন ১, ২০১৬
‘মেগা প্রকল্পে মেগা লুটপাট’ ছবি: দিপু মালাকার- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বর্তমান সরকার ‘তথাকথিত’ উন্নয়নের নামে কোটি কোটি টাকা লুটপাট করছে। ৮৮০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম ফোরলেনের ব্যয় ১৪শ’ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

শুধু ঢাকা-চট্টগ্রাম ফোরলেনই নয়, প্রতিটি মেগা প্রকল্পেই লুটপাট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির বিদায়ী স্থায়ী কমিটির সদস্য ব্রিগে. জে. (অব.) আ স ম হান্নান শাহ।

বুধবার (০১ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে একটি অনলাইন নিউজপোর্টালের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘সংবাদপত্রের স্বাধীনতা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব অভিযোগ করেন তিনি।

হান্নান শাহ আরও অভিযোগ করেন, সরকার দেশের স্বার্থ বিদেশের কাছে বিক্রি করে দিচ্ছে। ট্রানজিটের নামে দেশের স্বার্থও অন্যদের দিয়ে দেওয়া হচ্ছে। দেশ পরিচালিত হয় জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা। কিন্তু বর্তমানে দেশ চলছে ‘অবৈধ’ সরকারের অধীনে। যে কারণে জনগণের স্বার্থকে কোনো প্রাধান্য দিচ্ছে না সরকার।

নির্বাচন কমিশন প্রসঙ্গে বিএনপির এই নেতার অভিযোগ, ইসি, সরকার ও প্রশাসন মিলে ‘ভোট ডাকাতি’ করছে। ভোট থেকে জনগণকে দূরে রাখতেই এই উদ্যোগ।

‘এরশাদকে চারদিনে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া গেছে। নেত্রী (খালেদা জিয়া) বললে মিডিয়াকে সঙ্গে নিয়ে সাতদিনে সরকারকে পদত্যাগ করানো সম্ভব। শুধু কথায় চিড়া ভিজবে না। সবাই রাজপথে নামলেই সরকার উৎখাত সম্ভব’- বলেন হান্নান শাহ।

সংবাদপত্রের স্বাধীনতা নেই অভিযোগ করে তিনি বলেন, ‘সংবাদপত্রের অপর নাম ছিল সন্দেশ। এটা সবার কাছে খেতেই ভালো লাগে। কৈশোরে আজাদ পত্রিকা পড়ার জন্য উন্মুখ থাকতাম। কিন্তু বর্তমানে সেই সন্দেশ আর নেই। জনগণ এখন সত্য সংবাদ পাচ্ছে না। জনগণের মধ্যে মিথ্যা প্রপাগাণ্ডা ছড়ানো হচ্ছে। সত্যিকারের সাংবাদিক শুধু দেশে না, পৃথিবীতে পাওয়া মুশকিল।

গ্রেফতারকৃত সকল সাংবাদিকের মুক্তিও দাবি করেন হান্নান শাহ।

তিনি আরও বলেন, ‘ইসরাইলের সঙ্গে সম্পর্ক বিএনপির সঙ্গে, না আওয়ামী লীগের সঙ্গে? এ সরকারের কোনো কোনো নেতার সঙ্গে ইসরাইলের যোগসাজশ রয়েছে। আসলাম চৌধুরী ফুলের মালা পরে বৈঠক করলেই বলা হচ্ছে, রাষ্ট্রদ্রোহিতা হয়েছে’।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামি পার্টির চেয়ারম্যান এম এ তাহের চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জুন ০১, ২০১৬
এমআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।