ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বদরগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় সংঘর্ষে আহত ২০

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জুন ১, ২০১৬
বদরগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় সংঘর্ষে আহত ২০

রংপুর: রংপুরের বদরগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

বুধবার (১ জুন) সকালে উপজেলার মধুপুর ইউনিয়নের কাজিপাড়ায় এ ঘটনা ঘটে।

আহতদের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মধুপুর ইউনিয়নের কাজিপাড়ায় বিজয়ী (স্বতন্ত্র) ও পরাজিত আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষে আহত হন হাবিবুর, হাদিউজ্জামান, হোসনে আরা, দেলোয়ার হোসেন, নাসরিন, জাহাঙ্গীর, ফারুক, নাসিম, মাজাহারুল সহ ২০ জন। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকীদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মেহেরনিগার সুলতানা জানান, আহতদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোন পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুন ০১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।