ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

রায়পুরায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জুন ১, ২০১৬
রায়পুরায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে লিটন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক।



বুধবার (১ জুন) সকালে চরাঞ্চল নিলক্ষা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সকালে নিলক্ষা ইউনিয়ন পরিষদের (ইউপি) বিজয়ী চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলামের সমর্থকদের মধ্যে সাবেক চেয়ারম্যান আব্দুল হক সরকারের সমর্থনকারীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা টেঁটা, বল্লম ও রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় আব্দুল হক সরকারের সমর্থনকারীরা বীরগাঁও গ্রামের কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলামের সমর্থকরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে ২০-২৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। ককটেলের আঘাতে আমিরাবাদ গ্রামের লিটন মিয়া ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হন দুই পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক।

নরসিংদী পুলিশ সুপার (সদর সার্কেল) খালেদ বিন মালেক বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই পুলিশও আহত হয়েছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জুন ০১, ২০১৬ আপডেট:১৯১৬

আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।