ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

অবশেষে ‍মুক্তি পেলেন রাসিক মেয়র বুলবুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, জুন ১, ২০১৬
অবশেষে ‍মুক্তি পেলেন রাসিক মেয়র বুলবুল

রাজশাহী: রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে অবশেষে জামিনে মুক্তি পেলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

বুধবার (০১ জুন) বিকেল ৪টার দিকে তিনি কারা ফটক থেকে বের হন।

এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

সবগুলো মামলায় জামিন পাওয়ায় বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এর আগে উচ্চাদালত থেকে পাওয়া সর্বশেষ দু’টি মামলায় জামিনের কাগজ ২৬ মে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কিন্তু অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো এক চিঠির কারণে এতোদিন কারাগার থেকে মুক্তি পাননি তিনি।  

ওই চিঠিতে বলা হয়েছে, উচ্চ আদালত থেকে সদ্য জামিন পাওয়া দু'টি মামলার মধ্যে একটি মামলায় ২৯ মে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি ছিল।  
এর আগে ২০১৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিএনপি জোটের অবরোধ-হরতাল চলকালে মোট ৯ মামলার আসামি হন রাসিকের নির্বাচিত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

এর মধ্যে ৪ মামলায় তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এ ৪ মামলার মধ্যে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যা মামলাও রয়েছে। তবে সে মামলায় বুলবুল আগে থেকেই জামিনে রয়েছেন।
 
একের পর এক মামলা দায়েরের পর থেকে পলাতক ছিলেন মোসাদ্দেক হোসেন বুলবুল। গত বছরের ৭ মে পলাতক থাকা অবস্থায় তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন মোসাদ্দেক হোসেন বুলবুল। গত ১০ মার্চ হাইকোর্টের বিচারপতি এমদাদুল হক ও বিচারতি মজিবুর রহমান মিয়ার যৌথ বেঞ্চ বুলবুলকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা মন্ত্রণালয়ের ওই নির্দেশ অবৈধ বলে ঘোষণা করেন।  

এর পরিপ্রেক্ষিতে গত ১৩ মার্চ তিনি রাজশাহীর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। কিন্তু জামিন আবেদন নাকচ করে তাকে আদালতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এরপর থেকেই রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন মেয়র বুলবুল।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুন ০১, ২০১৬
এসএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।