ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

গোবিন্দগঞ্জে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, জুন ২, ২০১৬
গোবিন্দগঞ্জে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আব্দুল খালেক (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন দুই চেয়ারম্যান প্রার্থীসহ আরো ১২ জন।

বুধবার (১ জুন) দিনগত রাত ২টার দিকে ওই ইউনিয়নের খামারপাড়া এলাকায় এ সংঘর্ষ হয়।

নিহত আব্দুল খালেক একই ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা।

আহতদের মধ্যে ছামছুজ্জোহা (৩৫), আবদুল করিম (৩৯), মোখলেছুর রহামান (৪০), কেরামত আলী (৩৮), আবদুল মান্নান (৪০) ও লুৎফর রহমানকে (৪০) উদ্ধার করে গোবিন্দগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এছাড়া আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন সর্দারকে ঘোড়াঘাট ও স্বতন্ত্র প্রার্থী শাকিল আলম বুলবুলকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়রা জানান, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে রাতে তোফাজ্জল ও শাকিলের কর্মী-সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় উভয় প্রার্থীর নির্বাচনী কার্যালয় ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষে দুই চেয়ারম্যান প্রার্থীসহ ১২ জন আহত হন।

সংঘর্ষের পর বৃহস্পতিবার সকালে খামারপাড়ার একটি জমিতে কাঁদামাখা অবস্থায় আব্দুল খালেকের মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তবে তিনি কোন পক্ষের সমর্থক তা জানা যায়নি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জুন ০২, ২০১৬
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।