ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীর ২ ইউপিতে নির্বাচন স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জুন ২, ২০১৬
ফেনীর ২ ইউপিতে নির্বাচন স্থগিত

ফেনী: ফেনী সদর উপজেলার ধর্মপুর ও বালিগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন উচ্চ আদালত।

বৃহস্পতিবার (২ জুন) এ সংক্রান্ত আদেশ ফেনী জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছেছে।

এ দু’টি ইউপিতে ৪ জুন নির্বাচন হওয়ার কথা ছিল।

এ ব্যাপারে ফেনী জেলা প্রশাসক আমিন উল আহসান জানান, স্থগিত আদেশের একটি কপি তাদের হাতে এসে পৌঁছেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমানা নিয়ে জটিলতা থাকায় ধর্মপুর ও বালিগাঁও ইউপিতে নির্বাচন স্থগিত করতে উচ্চ আদালতে পৃথক দু’টি রিট আবেদন করেন বালিগাঁও ইউনিয়নের নজরুল ইসলাম ও ধর্মপুর ইউনিয়নের আকরামুজ্জামান। এর প্রেক্ষিতে মঙ্গলবার (৩১ মে) উচ্চ আদালতের বিচারক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন ও মো. বদরুজ্জামান ছয় মাসের জন্য এ দু’টি ইউপিতে নির্বাচন স্থগিত করার আদেশ দেন।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জেলা প্রশাসন, জেলা নির্বাচন কার্যালয় ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ সংক্রান্ত আদেশ পৌঁছায়।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুন ০২, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।