ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

হামলায় মুক্তাগাছা ইউনিয়ন আ.লীগের সভাপতিসহ আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, জুন ২, ২০১৬
হামলায় মুক্তাগাছা ইউনিয়ন আ.লীগের সভাপতিসহ আহত ৩

ময়মনসিংহ: দলীয় কর্মীদের হামলায় ময়মনসিংহ মুক্তাগাছার বাঁশাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী এমদাদসহ তিনজন আহত হয়েছেন।

 

বুধবার (১ জুন) গভীর রাতে স্থানীয় কৃষ্ণনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অন্যরা হলেন- রুবেল (৩৪) ও আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন (৪০)।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম দুপুরে এ ঘটনা জানিয়ে বলেন, আহত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দলীয় সূত্র জানায়, গত ২৮ মে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ৫ নম্বর বাঁশাটি ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী উজ্জ্বল চন্দ্র চন্দ সামান্য ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী হাফিজুর রহমান মঞ্জুর কাছে পরাজিত হন।

আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা এ জন্য ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী এমদাদসহ কয়েকজন নেতাকে দায়ী করে আসছিল। পরে বুধবার দিনগত রাতে এমদাদকে সাধারণ কর্মীরা মারধর করে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুন ০২, ২০১৬
এমএএএম/এমজেডআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।