ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির বাজেট প্রতিক্রিয়া গৎবাঁধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, জুন ৩, ২০১৬
বিএনপির বাজেট প্রতিক্রিয়া গৎবাঁধা

ঢাকা: অর্থমন্ত্রীর বাজেট পেশের বক্তব্য না শুনে অন্যান্য বছরের মতো একই ভাষায় একই শব্দ চয়ন করে আগে থেকে লেখা গৎবাঁধা প্রতিক্রিয়া বিএনপি দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

শুক্রবার (০৩ জুন) দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত বাজেট পরবর্তী এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, বাজেট পেশ করার আগেই বিএনপি প্রতিক্রিয়া লিখে রেখেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিগত বছরগুলোর মতো একই ভাষা, শব্দ চয়ন করে গৎবাঁধা বক্তব্য দিয়েছেন।

বাজেট দেখে গঠনমূলক সমালোচনা করার জন্য বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান হাছান মাহমুদ।

তিনি আরও বলেন, বাজেট পেশ করলেই বিএনপি ও এক ধরনের সুশীলরা ‘উচ্চাভিলাষী বাজেট’ বলে সমালোচনা করেন। গত সাত বছর ধরেই উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়িত হচ্ছে এ বছরও হবে।

উচ্চাভিলাষ না থাকলে দেশের দ্রুত অগ্রগতি সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের স্ত্রী ক্রিস্টিনার ধর্মীয় পরিচয় নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহের ইঙ্গিতপূর্ণ বক্তব্য প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ঘরের মধ্যে ইহুদি রেখে বাইরে ইহুদি খোঁজা হচ্ছে বলে আপনি কী বলতে চেয়েছেন সেটা আমরা বুঝি। সজীব ওয়াজেদ জয়ের স্ত্রী ইহুদি নন, খ্রিস্টান ছিলেন। তিনি বিবাহের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

আয়োজক সংগঠনের সভাপতি মো. শাহাদাত হোসেন টয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে এম আব্দুল মোমেন, আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক এম এ করিম, বিশিষ্ট অভিনেতা খালেকুজ্জামান, কুয়েত আওয়ামী লীগের সভাপতি সাদেক হোসেন, শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জি এম আতিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মে ০৩, ২০১৬
এইচআর/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।