ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

‘শাসনতন্ত্র পরিবর্তনকারীরাও রাষ্ট্রদ্রোহী’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, জুন ৩, ২০১৬
‘শাসনতন্ত্র পরিবর্তনকারীরাও রাষ্ট্রদ্রোহী’ ছবি: শাকিল- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘শাসনতন্ত্র পরিবর্তনকারীরাও রাষ্ট্রদ্রোহী,’ একথা বলেছেন সাবেক  তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন।

শুক্রবার (০৩ জুন) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবিতে এ অনুষ্ঠানের আয়োজন করে নাগরিক ঐক্য।

ব্যারিস্টার মঈনুল বলেন, শাসনতন্ত্র নিয়ে যারা কথা বলেন, তারা যদি রাষ্ট্রদোহী হয়। তাহলে যারা শাসনতন্ত্র পরিবর্তন করেছেন, তারাও তো রাষ্ট্রদ্রোহী।

‘বিচার বিভাগের শক্তি সরকারের শক্তির চেয়ে বেশি। একমাত্র সুপ্রিম কোর্ট পারে এসব আইন, বেআইনি বলে ঘোষণা দিতে। ’

অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফর উল্লাহ বলেন, ‘কোন প্ররোচণায় মাহমুদুর রহমান মান্নাকে জামিন দেওয়া হয়নি। এজন্য জবাব দিতে হবে বিচার বিভাগকে। ’

বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেন, মাহমুদুর রহমান মান্না কী ষড়যন্ত্র করলেন, তা সরকার জনগণের সামনে আনতে পারেনি। এর মানে ষড়যন্ত্র মান্না নয়, সরকার করেছে।

‘বিএনপির কোমর ভাঙতে গিয়ে আওয়ামী লীগ পা ভেঙে ফেলেছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের ফলে গ্রামীণ অভ্যন্তরীণ সম্পর্ক শুধু নষ্টই হয়নি, সন্ত্রাসীদের হাতে ক্ষমতা চলে গেছে,’ অভিযোগ করেন তিনি।  

নাগরিক ঐক্যের প্রধান উপদেষ্টা এস এম আকরামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, জুন ০৩, ২০১৬
এফবি/ আরআইইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।