ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় যুবদলের আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, জুন ৩, ২০১৬
বগুড়ায় যুবদলের আলোচনা সভা

বগুড়া: প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (০৩ জুন) বিকেলে শহরের নবাববাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ে বগুড়া জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

যুবদলের সভাপতি ও কাউন্সিলর সিপার আল বখতিয়ারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন চাঁন।

অন্যদের মধ্যে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল, সহ-সভাপতি ডা. মামুনুর রশিদ মিঠু, ডা. আযফারুল হাবিব রোজ, মালয়েশিয়া শাখার যুবদল সভাপতি মিনহাজ, জেলা যুবদল নেতা তুহিন চৌধুরী, আলী হায়দার মিঠু, এসএম আলাল মোল্লা, আব্দুল বারি, মোয়াজ্জেম হোসেন হিটলু, আবু তালেব জালাল, ফুয়াদ ইসলাম, আনোয়ার হোসেন সান্টু প্রমুখ বক্তব্য দেন।

আলোচনা শেষে প্রয়াত জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জুন ০৩, ২০১৬
এমবিএইচ/আরআইইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।