ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

প্রত্যাশিত অর্থ না পাওয়ায় সমর্থন তুলে নেওয়ার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, জুন ৩, ২০১৬
প্রত্যাশিত অর্থ না পাওয়ায় সমর্থন তুলে নেওয়ার অভিযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: প্রত্যাশিত অর্থ না দেওয়ায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলা বিএনপি’র সভাপতি ডা. মাহাবুবুর রহমান লিটন নিজ দলের মনোনীত এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে দলের সমর্থন তুলে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

 

শুক্রবার (০৩ জুন) বিকেলে স্থানীয় ত্রিশাল উপজেলার একটি ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ তুলেছেন ৫ নং রামপুর ইউনিয়নের বিএনপি মনোনিত চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম।

এ সময় ত্রিশাল উপজেলা যুবদলের সাবেক সভাপতি জুলফিকার হায়দার ভুট্টু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শুক্রবার (৩জুন) রাতে ত্রিশাল উপজেলা বিএনপি’র সভাপতি ডা. মাহাবুবুর রহমান লিটন বাংলানিউজকে জানান, রামপুর ইউনিয়নে বিএনপি’র দলীয় প্রার্থীর দলটির নেতা-কর্মীদের সঙ্গে একটু দূরত্ব হয়েছে।

নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের কারণে জহিরুল ক্ষুব্ধ হয়ে এ সংবাদ সম্মেলন করেছে। আমার বিরুদ্ধে অভিযোগটি রীতিমতো হাস্যকর।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, জুন ০৩, ২০১৬
এমএএএম/এমজেডআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।