ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

শেষ ধাপে নেত্রকোনার ১২ ইউপিতে ভোট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪২ ঘণ্টা, জুন ৪, ২০১৬
শেষ ধাপে নেত্রকোনার ১২ ইউপিতে ভোট

নেত্রকোনা: নেত্রকোনার সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ষষ্ঠ ধাপের ভোট শনিবার (০৪ জুন)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ১১৯টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে।

উপজেলা নির্বাচন অফিসার দেয়ালী পাল বাংলানিউজকে জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষে নির্বাচন কমিশন থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

নিরাপত্তা রক্ষায় পুলিশ, বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি),  র্যাব, আনসার চার স্তরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স নিয়ে ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী এলাকা পর্যবেক্ষণ করছেন।

১২টি ইউনিয়নে ৪৯ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব ইউনিয়নে  মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯২ হাজার ১৪৭ জন।

বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।