ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

সাভারের ১১ ইউপিতে ভোট উৎসব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, জুন ৪, ২০১৬
সাভারের ১১ ইউপিতে ভোট উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (সাভার): ষষ্ঠ ও শেষ ধাপে সাভারের ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে।

শনিবার (০৪ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে।

একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। বিভিন্ন নির্বাচনী এলাকায় প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এখন পর্যন্ত কোথাও সহিংসতার খবর পাওয়া যায়নি।

নির্বাচনী এলাকাগুলোতে টহল দিচ্ছেন পুলিশ, র‌্যাব, বিজিবি’র সদস্যরা। এছাড়াও প্রতিটি ইউপিতে পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ান আনসারের সমন্বয়ে একটি ফোর্স এবং তিনটি ইউপির জন্য একটি করে স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।