ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ষষ্ঠ ধাপে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, জুন ৪, ২০১৬
ষষ্ঠ ধাপে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ঢাকা: ষষ্ঠ  ও শেষ ধাপে দেশের ৬৯৮ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়েছে। এখন গণনা চলছে।

ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানিয়েছেন, শনিবার (৪ জুন) রাঙ্গামাটি, খাগড়াছড়িসহ দেশের অন্যান্য জেলার ৬৯৮ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

ইতিমধ্যে আওয়ামী লীগে ২৫ প্রার্থী ষষ্ঠ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।  

এছাড়া দু’টি ইউপিতে সব প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ দু’টো হলো মিরসরাই উপজেলার কোরেরহাট এবং মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর ইউপি।

এ ধাপে চেয়ারম্যান পদে প্রায় ৩ হাজার, সাধারণ সদস্য পদে ১০ হাজারের মতো এবং সংরক্ষিত সদস্য পদে প্রায় ৫ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে ১ কোটির বেশি ভোটার ৬ হাজার ২৮৭ ভোটকেন্দ্রে ভোটদানের সুযোগ পেয়েছেন।

ভোটগ্রহণ উপলক্ষে ইতিমধ্যে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মোতায়েন করা হয়েছে র‌্যাব, পুলিশ, আনসার, বিজিবিসহ প্রায় ২ লাখ ফোর্স।

এবার দেশের প্রায় সাড়ে চার হাজার ইউপিতে ছয় ধাপে ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
ইইউডি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।