ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

মুহাম্মদ আলীর মৃত্যুতে খালেদার শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জুন ৪, ২০১৬
মুহাম্মদ আলীর মৃত্যুতে খালেদার শোক

ঢাকা: খ্যাতনামা মুষ্টিযোদ্ধা মুহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার (০৪ জুন) এক শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, খেলাধুলার ইতিহাসে কিংবদন্তির মুষ্টিযোদ্ধা মুহাম্মদ আলী স্বাতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী মানুষ ছিলেন।

গতানুগতিকতার বাইরে বক্সিং রিংয়ে হেভিওয়েট মুষ্টিযোদ্ধা মুহাম্মদ আলী যে অতুলনীয় ছন্দ সৃষ্টি করতে পারতেন, তা তাকে দিয়েছিল ব্যতিক্রমী এক সেরা মুষ্টিযোদ্ধার খেতাব।  

শোক বার্তায় আরও বলা হয়, এই কিংবদন্তি মুষ্টিযোদ্ধাকে ১৯৭৮ সালে বাংলাদেশে নিয়ে এসে নাগরিকত্ব দিয়ে সম্মানিত করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

খালেদা জিয়া বিশ্বসেরা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, নিকটজন, যুক্তরাষ্ট্রবাসীসহ সারাবিশ্বের কোটি কোটি শোকাহত ভক্ত, অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানান।

অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুষ্টিযুদ্ধে তিনবার শ্রেষ্ঠত্বের শিরোপাজয়ী মুহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, বিশ্ববাসী আজ এক বরেণ্য ক্রীড়াবিদকে হারালো। কিংবদন্তির এ মুষ্টিযোদ্ধা খেলা হিসেবে মুষ্টিযুদ্ধকে অনন্য শিল্পের পর্যায়ে উন্নীত করেছিলেন।

বিএনপি মহাসচিব বলেন, এ মানবিক শ্রেষ্ঠ মুষ্টিযোদ্ধার মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী, নিজ দেশবাসী ও বিশ্বব্যাপী কোটি কোটি ভক্ত অনুরাগীদের প্রতি গভীর সহমর্মিতা ও সমব্যথা জানাচ্ছি।  
 
যুক্তরাষ্ট্রের আরিজোনার ফেনিক্স অ্যারেনা হাসপাতালে স্থানীয় সময় শুক্রবার (০৩ জুন) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুহাম্মদ আলী (৭৪)।  

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।