ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

চাঁদপুরে ৪ ইউপিতে আ’লীগ ২, স্বতন্ত্র ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, জুন ৪, ২০১৬
চাঁদপুরে ৪ ইউপিতে আ’লীগ ২, স্বতন্ত্র ২

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ২টিতে আওয়ামী লীগ ও ২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শনিবার (৪ জুন) সন্ধ্যায় শাহরাস্তি উপজেলা নির্বাচন কর্মকর্তা (ইউএনও) নিশাত পারভীন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজয়ীরা হলেন- টামটা দক্ষিণ ইউপিতে আওয়ামী লীগের জহিরুল ইসলাম মানিক ও মেহের উত্তর ইউপিতে মনির হোসেন।

এছাড়া টামটা উত্তর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ওমর ফারুক দর্জি ও মেহের দক্ষিণ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শফিউদ্দিন মিন্টু।

৬ষ্ঠ ধাপে এ নির্বাচনে উপজেলার চার ইউপিতে ১৭ জন চেয়ারম্যান, ১৩৯ জন সাধারণ ইউপি সসস্য ও ২৮ জন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য প্রতিদ্বন্দ্বিতা করেন।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
আরবি/পিসি

** নড়াইলে লোহাগড়ায় ৬ ইউপিতে নৌকা ৪, স্বতন্ত্র ২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।