ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীর ১৫ ইউপিতে আ’লীগ প্রার্থী জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, জুন ৪, ২০১৬
ফেনীর ১৫ ইউপিতে আ’লীগ প্রার্থী জয়ী

ফেনী: ফেনী সদর ও সোনাগাজী ১৫টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগের প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ফেনী সদরের বিজয়ীরা হলেন- ফেনী সদরের শর্শদী ইউপতে আওয়ামী মনোনীত প্রার্থী মো. জানে আলম, কাজির বাগ ইউপিতে অ্যাডভোকেট কাজী সোহাগ বুলবুল, ফাজিলপুর ইউপিতে মজিবুল হক রিপন,পাঁছগাছিয়া ইউপিতে আনোয়ার হোসেন মানিক, কালিদহ ইউপিতে দিদারুল হক দিদার ও মোটবী ইউপিতে হারুনুর রশীদ।


 
সোনাগাজীতে বিজয়ীরা হলেন- মঙ্গলকান্দি ইউপিতে মোশারফ হোসেন বাদল, মতিগঞ্জ ইউপিতে রবিউজ্জামান বাবু, সোনাগাজী সদর ইউপিতে শামসুল আরেফিন, চরদরবেশ ইউপিতে নুরুল ইসলাম ভুট্টো, চরমজলিশপুর ইউপিতে এম এ হোসেন, বগাদানা ইউপিতে ইসহাক খোকন ও নবাবপুর ইউপিতে দেলোয়ার হোসেন। আমিরাবাদ ইউপিতে জহিরুল আলম জহির ও চর ছান্দিয়া ইউপিতে মোশারফ হোসেন মিলন।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।